Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


আউটপুট ইউনিট
 
11. Which of the following measures the speed of a dot matrix printer ?/ নিচের কোনটি ডট মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক?
ক. ppm
খ. dpi
গ. cps
ঘ. ipm
উত্তরঃ
 
12. Which of the following type of printer sprays ink into paper?/ নিচের কোন ধরনের প্রিন্টার সাধারণত অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়না?
ক. Dot Matrix
খ. Line printer
গ. Inkjet
ঘ. LASER
উত্তরঃ
 
13. Which of the following type of printer sprays ink onto paper?/ নিচের কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি নিক্ষেপ করে?
ক. Laser
খ. Dot Matrix
গ. Ink-jet
ঘ. All of these
উত্তরঃ
 
14. Leaser printers are known as --- / লেজার প্রিন্টারের অন্য নাম ---
ক. Character printers
খ. line printers
গ. page printers
ঘ. graphic printers
উত্তরঃ
 
15. কোন ধরেনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
ক. লেজার প্রিন্টার
খ. ইনকজেট প্রিন্টার
গ. ডট মেট্রিক্স প্রিন্টার
ঘ. বাবল জেট প্রিন্টার
উত্তরঃ
 

16. In windows operating system, what is the shortcut key for printing a word document?/ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট দিতে ব্যবহৃত শর্টকোর্ট কী?
ক. Ctrl+P
খ. Shift+P
গ. Ctrl +Alt+P
ঘ. Alt + P
উত্তরঃ
 
17. Which of the following devices doesn’t use scanning as a first step in its working principle?
ক. Plotter
খ. OCR
গ. MICR
ঘ. Bar Code Reader
উত্তরঃ
 
18. Which one of the following devices is the most common output device?/ নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. Keyboard
খ. Monitor
গ. Scanner
ঘ. Printer
উত্তরঃ
 
19. Monitor is a computer device known as-/ মনিটর কি ধরনের কম্পিউটার ডিভাইস?
ক. Output device
খ. Input device
গ. I/O device
ঘ. None of these above
উত্তরঃ
 
20. Which of the following is not an output device?/ নিচের কোনটি একটি আউটপুট যন্ত্র নয়?
ক. CD-ROM
খ. Floppy disk
গ. Monitor
ঘ. Light pen
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter