Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


ইনপুর ইউনিট
 
1. Which of the following is the save button in computer key board?/ কম্পিউটার কী-বোর্ডে সংরক্ষণ বোতন হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. F12
খ. F8
গ. F6
ঘ. F1
উত্তরঃ
 
2. অভ্র কীবোর্ড তৈরি করেন-
ক. মেহেদি হাসান
খ. মুহাম্মাদ জাফর ইকবাল
গ. মাকসুদুল আলম
ঘ. বাংলাদেশ কম্পিউটার গবেষণা কেন্দ্র
উত্তরঃ
 
3. নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
ক. স্পিকার
খ. প্রিন্টার
গ. মনিটর
ঘ. মাউস
উত্তরঃ
 
4. A...........is a pointing device.
ক. Monitor
খ. Mouse
গ. Keyboard
ঘ. CPU
উত্তরঃ
 
5. The wheel of mouse can make it easier to do what?/ মাউসের চাকার সাহায্যে কোন কাজটি খুব সহজে করা যায়?
ক. scroll through documents
খ. select object
গ. open decument
ঘ. change volume
উত্তরঃ
 

6. To select the text by shading as you drug the mouse arrow over the text is known as-
ক. Decode
খ. Fetch
গ. Highlight
ঘ. Clip art
উত্তরঃ
 
7. নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
ক. জয়স্টিক
খ. কীবোর্ড
গ. মাউস
ঘ. মনিটর
উত্তরঃ
 
8. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
ক. Output device
খ. Input device
গ. Input-output device
ঘ. Memory device
উত্তরঃ
 
9. The type of scanner used in banking industry is..../ ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহার করা হয়?
ক. OCR (ও সি আর)
খ. CAT (ক্যাট)
গ. OMR (ও এম আর)
ঘ. MICR (এম আই সি আর)
উত্তরঃ
 
10. MICR stands for/ MICR এর পূর্ণরূপ -
ক. Magnetic Ink Character Reader
খ. Magnetic Ink Code Reader
গ. Magnetic Ink Codes Reader
ঘ. Mechanic Ink Cases Reader
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter