Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটার সংগঠন
 
1. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
ক. মনিটর
খ. আউটপুট
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ
 
2. Physical components of a computer are called--
ক. Software
খ. Hardware
গ. Malware
ঘ. Terminals
উত্তরঃ
 
3. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে-
ক. ৩টি অংশ
খ. ৪টি অংশ
গ. ৫টি অংশ
ঘ. ৬টি অংশ
উত্তরঃ
 
4. Which of the following is NOT a peripheral device?
ক. Motherboard
খ. Scanner
গ. Monitor
ঘ. None
উত্তরঃ
 
5. How many parts are there in a computer system?/ কম্পিউটার সিস্টেমের অংশ কতটি?
ক. 2
খ. 4
গ. 6
ঘ. 8
উত্তরঃ
 

6. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
ক. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ স্মৃতি অংশ
খ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
গ. হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
ঘ. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ
 
7. What are the four basic functions of a computer system?/ কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ হলো-
ক. Input, Processing, Output and Storage
খ. Keyboard, Display, Memory and Disk Drive
গ. Bits, Bytes, Words and OSI
ঘ. Word processing, Spreadsheet and Database
উত্তরঃ
 
8. IPOS cycle includes input, processing, output and -
ক. Storage
খ. System
গ. Syntax
ঘ. Simulation
উত্তরঃ
 
9. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়--
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter