Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটারের প্রকারভেদ
 
1. পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?
ক. কোমপ্যাক, ১৯৮৫
খ. এপসন, ১৯৮১
গ. আই.বি.এম, ১৯৮৩
ঘ. অ্যাপল কম্পিউটার, ১৯৭৭
উত্তরঃ
 
2. What is ‘Laptop’?
ক. Small Dog
খ. Mountain instruments
গ. Musical instruments
ঘ. Small computer
উত্তরঃ
 
3. Which of the following is more appropriate for portable use? / নিচের কোনটি সবচেয়ে বহনযোগ্য?
ক. Super computer
খ. Work station
গ. Laptop
ঘ. Desktop
উত্তরঃ
 
4. নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে?
ক. High Longevity (অধিক স্থায়িত্বকাল)
খ. More Speedy (দ্রুতগতি সম্পন্ন)
গ. Less Power Consumption (বিদ্যুৎ সাশ্রয়ী)
ঘ. All of the Above (উপরের সবগুলোই)
উত্তরঃ
 
5. ‘Palmtop’ is kind of-/ ‘পামটপ’ এক ধরনের-
ক. Small Computer (ছোট কম্পিউটার)
খ. Virus (ভাইরাস)
গ. Animal (প্রাণী)
ঘ. Musical instrument (বাদ্যযন্ত্র)
উত্তরঃ
 

6. বাংলাদেশে তৈরি ল্যাপটপ--
ক. শাপলা
খ. দোয়েল
গ. যমুনা
ঘ. এসার
উত্তরঃ
 
7. PCMCIA represents a standard for--
ক. Desktop Computer
খ. Mainframe Computer
গ. Minicomputer
ঘ. Netebook
উত্তরঃ
 
8. Older computers were...../সেকেলে কম্পিউটার হলো...
ক. Analog
খ. Digital
গ. Pipelined
ঘ. Parallel
উত্তরঃ
 
9. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ
 
10. Which is the faster computer?/ সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?
ক. Super Computer
খ. Mainframe
গ. Notebook Computer
ঘ. Minicomputer
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter