Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটারের ইতিহাস
 
21. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
ক. অ্যালুমিনিয়াম
খ. সিলিকন
গ. প্লাস্টিক
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
22. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে--
ক. পাঞ্চ কার্ড
খ. ইন্টিগ্রেটেড সার্কিট
গ. বায়ুশূন্য টিউব
ঘ. ট্রানজিস্ট্রর
উত্তরঃ
 
23. নিচের কোন মৌলটি কম্টিউটার চিপ তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়?
ক. সিলিকন
খ. কপার
গ. সালফার
ঘ. কার্বন
উত্তরঃ
 
24. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি--
ক. সাধারণ বর্তনী
খ. ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি ক্ষুদ্র বর্তনী
গ. সহজ বর্তনী
ঘ. সস্তা দামের বর্তনী
উত্তরঃ
 
25. IC উদ্ভাবন করেন--
ক. জে এস কেলবি
খ. রবার্ট হুক
গ. আবাকাস
ঘ. জন ওয়াটসন
উত্তরঃ
 

26. What is the other name for a chip?/ চিপের অপর নাম কি?
ক. IC
খ. ROM
গ. LAN
ঘ. RAM
উত্তরঃ
 
27. IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ----
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ
 
28. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ
 
29. কম্পিউটার একটি-
ক. হিসাবযন্ত্র
খ. সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
গ. সমস্যা সমাধানের যন্ত্র
ঘ. হিসাব পরীক্ষার যন্ত্র
উত্তরঃ
 
30. আধুনিক কম্পিউটারের বৈশিষ্ঠ্য হচ্ছে--
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter