Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


ডিজিটাল লজিক
 
1. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন-----হয়।
ক. উভয় ইনপুট শূন্য
খ. যে কোন একটি ইনপুট শূন্য
গ. উভয় ইনপুট ‘1’
ঘ. যে কোন একটি ইনপুট ‘1’
উত্তরঃ
 
2. The logic gate NOT bas----
ক. output 1 if any input is 1
খ. output 1 if all inputs 1
গ. output 0 if any input is 1
ঘ. one input and one output
উত্তরঃ
 
3. What kind of mathematics does a computer used in operating?/কক্পিউটার তার কার্যাবলি কোন ধরনের গাণিতিক প্রক্রিয়ায় সম্পাদন করে?
ক. Binary (বাইনারি)
খ. Decimal (দশমিক)
গ. Boolean (বুলিয়ান)
ঘ. Geometry (জ্যামিতি)
উত্তরঃ
 
4. Boolean Algebra –এর নিচের কোনটি সঠিক?
ক. A+A =1
খ. A . A = 1
গ. A + A = 2A
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ
 
5. কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-
ক. AND এবং OR
খ. AND, OR এবং NOT
গ. NAND এবং NOR
ঘ. XOR এবং XNOR
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter