Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


কম্পিউটার নেটওর্য়াক
 
11. What do the personal computers form when they are connected together? Or পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয়?
ক. Super Computer
খ. Network
গ. Server
ঘ. Enterprise
উত্তরঃ
 
12. স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য কোনটি ব্যবৃহত হয়?
ক. ইন্টারনেট
খ. ইন্ট্রানেট
গ. LAN
ঘ. WAN
উত্তরঃ
 
13. A network which is used for sharing data, software and hardware among several users owning microcomputer is called ---/একটি নেটওয়্যার্ক যা কয়েকজন মাইক্রোকম্পিউটারের মালিক নিজেদের মধ্যে তথ্য, সফটওয়্যার এবং হার্ডওয়্যার আদানপ্রদান ব্যবহার করে, তাকে বলে ---
ক. WAN
খ. MAN
গ. LAN
ঘ. VAN
উত্তরঃ
 
14. একটি বিল্ডিংয়ের কম্পিউটাসমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়্যাক বলা হয়?
ক. Campus Area Network
খ. Local Area Network
গ. Wide Area Network
ঘ. Metropolitan Area Network
উত্তরঃ
 
15. A varsity campus has hundreds of computers and they are interconnected using Windows Operating system. What type of network is it?/একটি বিশ্ববিদ্যালয়ে শতাধিক কম্পিউটার আছে এবং পরস্পর সংযুক্ত এ সকল কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এটি কি ধরনের নেটওর্য়াক?
ক. WAN
খ. MAN
গ. LAN
ঘ. CAN
উত্তরঃ
 

16. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
ক. MAN
খ. CAN
গ. LAN
ঘ. WAN
উত্তরঃ
 
17. What is meant by LAN? Or LAN বলতে কি বুঝায়?
ক. Local Area Network
খ. Label Area Network
গ. Link area network
ঘ. Long Area Network
উত্তরঃ
 
18. The world LAN is related to ---/LAN শব্দটি সম্পর্কিত ---
ক. Air Area Network
খ. Fertilizer factory
গ. Bridge design
ঘ. Computer network
উত্তরঃ
 
19. WAN stands for-/WAN শব্দটি তাৎপর্য-
ক. Wap Area Network
খ. Wide Area Network
গ. Wide Array Net
ঘ. Wireless Area Network
উত্তরঃ
 
20. The most distinctive between a LAN and a WAN is ---/ LAN এবং WAN এর মধ্যে পার্থখ্য হল ---
ক. Distance covered (আওতাধীন দূরত্ব)
খ. Machine size (মেশিনের আকার)
গ. Number of users (ব্যবহারকারীর সংখ্যা)
ঘ. Number of work stations (কর্মস্থলের সংখ্যা)
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter