Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


সংখ্যা পদ্ধতি
 
1. Computer technology is based on--- /.............এর উপর কম্পিউটার প্রযুক্তি নির্ভশীল।
ক. Switching on or off of electric current (বিদ্যুতের ‍উপস্থিতি ও অনুপস্থিতি)
খ. Mechanical on or off and subtraction (যান্ত্রিক সংযোজক ও বিয়োজন)
গ. IC chips (আইসি চিপ)
ঘ. Liquid crystal display (তরল ক্রিস্টাল ডিসপ্লে)
উত্তরঃ
 
2. The base 16 number system is -/১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলা হয়-
ক. Octal
খ. Binary
গ. Hexadecimal
ঘ. Decimal
উত্তরঃ
 
3. হেক্সাডেসিমাল গণনায় মৌলিক অঙ্ক কয়টি?
ক. ১০টি
খ. ৮টি
গ. ১২টি
ঘ. ১৬টি
উত্তরঃ
 
4. হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো-
ক. বাইনারি ও ডেসিমাল নম্বর
খ. অক্ষর ও ডেসিমাল ডিজিট
গ. বাইনারি ও অক্টাল নম্বর
ঘ. অকটাল ও ডেসিমাল নম্বর
উত্তরঃ
 
5. কোন অক্ষরটি হেক্সাডেসিমাল গণনা পদ্ধতি একটি মান নির্দেশ করে?
ক. F
খ. G
গ. H
ঘ. K
উত্তরঃ
 

6. The decimal equivalent of (101.1001011)2 is ----
ক. 3.55
খ. 4.65
গ. 5.75
ঘ. 6.85
উত্তরঃ
 
7. (11111110)2=(?)10
ক. 256
খ. 511
গ. 254
ঘ. 512
উত্তরঃ
 
8. The hexadecimal number 9 is equivalent to --- /হেক্সাডেসিমাল সংখ্যা ৯ এর সমানের -
ক. binary 1000
খ. octal 5
গ. binary 110
ঘ. decimal 9
উত্তরঃ
 
9. ১২ কে বাইনারিতে প্রকাশ করুন-
ক. ১০০০
খ. ১১০০
গ. ১০১১
ঘ. ১১১০
উত্তরঃ
 
10. Which one of the following represent the binary equivalent of the decimal number 23?
ক. 01011
খ. 10111
গ. 10011
ঘ. None
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter