Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
আর্ন্তজাতিক বিষয়াবলী


চুক্তি ও সনদ
 
11. ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
ক. মেরিল্যান্ড
খ. ভার্জিনিয়া
গ. কেন্টাকি
ঘ. ওহাইও
উত্তরঃ
 
12. মিশর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
ক. জেনেভা চুক্তি
খ. প্যারিস চু্ক্তি
গ. ক্যাম্প ডেভিড চুক্তি
ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ
 
13. শেনঝেন কোন দেশের অংশ?
ক. ফ্রান্স
খ. লুক্সেমবার্গ
গ. বেলজিয়াম
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ
 
14. ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
ক. মিশর ও ইসরাইল
খ. ভারত ও পাকিস্তান
গ. সৌদি আরব ও ইরান
ঘ. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
উত্তরঃ
 
15. আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. মিশর
খ. লেবানন
গ. বেনিন
ঘ. সুদান
উত্তরঃ
 

16. শেনজেন চুক্তি হচ্ছে-
ক. বাণিজ্য চুক্তি
খ. কর হ্রাস করা চুক্তি
গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনোটি নয়
উত্তরঃ
 
17. Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
ক. ইতালি
খ. ব্রিটেন
গ. ডেনমার্ক
ঘ. ফ্রান্স
উত্তরঃ
 
18. অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
ক. ১৬১০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ
 
19. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩
উত্তরঃ
 
20. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?
ক. জেনেভা চুক্তি
খ. ম্যাচট্রিচট চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter