Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
আর্ন্তজাতিক বিষয়াবলী


খেলাধুলা
 
21. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম-
ক. কোর্ট অব ডিসিপ্লিন
খ. কোর্ট অব আরবিট্রেশন
গ. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
ঘ. কোর্ট অব প্লে
উত্তরঃ
 
22. ‘রিচার্ড হ্যাডলি’ বিখ্যাত-
ক. ফুটবলার হিসাবে
খ. ক্রিকেটার হিসাবে
গ. দৌড়বিদ হিসাবে
ঘ. টেনিস খেলোয়াড় হিসেবে
উত্তরঃ
 
23. নিচের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
ক. ন্যাসের হোসেন
খ. এলান বর্ডার
গ. রিচার্ড হ্যাডলি
ঘ. গ্যারি কার্স্ট্রেন
উত্তরঃ
 
24. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে-
ক. ইংল্যান্ড
খ. অস্টেলিয়া
গ. নিউজিল্যান্ড
ঘ. ব্রাজিল
উত্তরঃ
 
25. ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত-
ক. অস্টেলিয়া
খ. ওয়েস্ট ইন্ডিজ
গ. ইংল্যান্ড
ঘ. ভারত
উত্তরঃ
 

26. ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব?
ক. লন্ডন ক্লাব
খ. মেলর্বোন ক্লাব
গ. লিভারপুল ক্লাব
ঘ. কোনটিই না
উত্তরঃ
 
27. ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয়-
ক. ১৭৭৪ সালে
খ. ১৮৭৫ সালে
গ. ১৭৫০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ
 
28. ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়া দুজন লোক থাকে যারা খেলা পরিচালনা করে। তাদের নাম কি?
ক. রেফারি
খ. আম্পায়ার
গ. কোচ
ঘ. এদের কোনোটিই নয়
উত্তরঃ
 
29. The lenght of a cricket pitch is-
ক. 20 yards (২০ গজ)
খ. 22 yards (২২ গজ)
গ. 24 yards (২৪ গজ)
ঘ. 30 yards (৩০ গাজ)
উত্তরঃ
 
30. ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে?
ক. পাইন গাছ
খ. উইলো গাছ
গ. সেগুন গাছ
ঘ. ইউক্যালিপটাস গাছ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter