Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
আর্ন্তজাতিক বিষয়াবলী


আন্তর্জাতিক সংগঠন
 
1. লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত (গঠিত) হয়েছিল?
ক. ১৯১১
খ. ১৯১৯
গ. ১৯৩৫
ঘ. ১৯৫০
উত্তরঃ
 
2. জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল?
ক. ৩৮
খ. ৪০
গ. ৪২
ঘ. ৪৪
উত্তরঃ
 
3. ‘লীগ অব নেশনস’ কোন সালে বিলুপ্ত হয়?
ক. ১৯৩৯
খ. ১৯৪১
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
উত্তরঃ
 
4. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
ক. ইউনাইটেড নেশনস
খ. লীগ অব নেশনস
গ. কম্যুনিটি অব নেশনস
ঘ. এসোসিয়েশনস অব সেশনস
উত্তরঃ
 
5. ‘লীগ অব নেশনস’ স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. প্রেসিডেন্ট উইলসন
খ. প্রেসিডেন্ট রুজভেল্ট
গ. জেনারেল স্মাটস
ঘ. উইন্সটন চার্চিল
উত্তরঃ
 

6. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?
ক. স্ট্যাচু অব লিবার্টি বক্তৃতা
খ. ১৪ দফা ঘোষণা
গ. অ-হস্তক্ষেপ তত্ত্ব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
7. প্রেনিডেন্ট-উড্রো উইলসনের ১৪ Points এ কত নম্বর Point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
ক.
খ. ১২
গ. ১৩
ঘ. ১৪
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter