Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী


বাংলাদেশের ভূ-প্রকৃতি
 
41. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ
 
42. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
খ. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
গ. বন্যা নিয়ন্ত্রণে দু’দেশের মধ্যে সহযোগিতা
ঘ. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
উত্তরঃ
 
43. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ক. ফরিদপুর
খ. চাঁদপুর
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ
 
44. উপনদী ও শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায়-
ক. ৩০২৫ কি.মি.
খ. ২০১৫ কি.মি.
গ. ২২,১৫৫ কি.মি
ঘ. ২৪,১৪০ কি.মি
উত্তরঃ
 
45. বাংলাদেশের বৃহত্তম নদী-
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. গোমতী
উত্তরঃ
 

46. বাংলাদেশের দীর্ঘতম নদী-
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ
 
47. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ
 
48. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
ক. যমুনা
খ. মেঘানা
গ. পদ্মা
ঘ. ধলেশ্বরী
উত্তরঃ
 
49. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক. সুরমা
খ. কর্ণফুলী
গ. তিস্তা
ঘ. মেঘনা
উত্তরঃ
 
50. বাংলাদেশে কয়টি নদ আছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter