Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


বাংলা উপন্যাস
 
11. ‘দু’দিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আকবর হোসেন
খ. অন্নদাশঙ্কর রায়
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তরঃ
 
12. ‘খরলা’ উপন্যাসটি কার লেখা?
ক. বেগম রোকেয়া
খ. ডা. লুৎফর রহমান
গ. এস ওয়াজেদ আলী
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ
 
13. ‘গণদেবতা’ উপন্যাস কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. অন্নদাশঙ্কর রায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ
 
14. 'হাঁসুলী বাঁকের উপকথা' উপন্যাসটি কার লেখা?
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ
 
15. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
ক. গোলাম মোস্তফা
খ. শওকত ওসমান
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ
 

16. কাজী ইমদুদুল হকের ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
গ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
ঘ. মুসলিম জমিদার শ্রেণির জীবন কাহিনী
উত্তরঃ
 
17. নবাব ফয়জুন্নেসা চৌধুররাণী রচিত বইটির নাম-
ক. অবরোধবাসিনী
খ. সুলতানার স্বপ্ন
গ. রূপজালাল
ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো
উত্তরঃ
 
18. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেঠিলেন?
ক. নূরুন্নেসা খাতুন
খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
গ. বেগম রোকেয়া
ঘ. আবুল ফজল
উত্তরঃ
 
19. ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনের শিল্পকর্ম?
ক. গল্পসংগ্রহ
খ. ভ্রমণকাহিনী
গ. উপন্যাস
ঘ. প্রবাদ সংকলন
উত্তরঃ
 
20. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক কে?
ক. অদ্বৈত মল্লবর্মণ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দীন
ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter