Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


বানান শুদ্ধিকরণ
 
31. কোনটি শুদ্ধ বানান?
ক. ভাগীরথী
খ. ভাগিরথী
গ. ভাগীরথি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
32. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. বাল্মিকী
খ. বাল্মিকি
গ. বাল্মীকি
ঘ. বাল্মীকী
উত্তরঃ
 
33. কোন বানানটি অশুদ্ধ?
ক. শারীরিক
খ. বাল্মিকী
গ. উর্ধ্বমুখী
ঘ. হরিণ
উত্তরঃ
 
34. কোন বানানটি শুদ্ধ?
ক. বুদ্ধিজিবী
খ. বুদ্ধিজীবী
গ. বুদ্ধিজীবি
ঘ. বুদ্ধীজীবী
উত্তরঃ
 
35. কোনটি শুদ্ধ বানান?
ক. ব্যতীত
খ. ব্যতিত
গ. ব্যাতীত
ঘ. ব্যাতিত
উত্তরঃ
 

36. কোনটি শুদ্ধ বানান?
ক. ব্যকুল
খ. ব্যাকুল
গ. ব্যাকূল
ঘ. ক্যকূল
উত্তরঃ
 
37. কোনটি শুদ্ধ বানান?
ক. বিভিষীকা
খ. বিভীষিকা
গ. বীভিষিকা
ঘ. বীভিষীকা
উত্তরঃ
 
38. কোনটি শুদ্ধ বানান?
ক. ভবিষ্যৎবাণী
খ. ভবিষদ্বাণী
গ. ভবিষ্যৎবানী
ঘ. ভবিষ্যতবাণী
উত্তরঃ
 
39. কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্মুহু
খ. মূহুমুহু
গ. মূহূর্মূহু
ঘ. মূহুর্মূহু
উত্তরঃ
 
40. নিচের কোন শব্দটি ভুল?
ক. মূহুর্মুহু
খ. স্বায়ত্তশাসন
গ. শ্রদ্ধাঞ্জলি
ঘ. অভ্যন্তরীণ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter