Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


বানান শুদ্ধিকরণ
 
1. কোনটি শুদ্ধ বানান?
ক. আলস্যতা
খ. অলস্য
গ. আলস্য
ঘ. আলসতা
উত্তরঃ
 
2. কোনটি শুদ্ধ শব্দ?
ক. সাক্ষ্যদান
খ. সাক্ষীদান
গ. সাক্ষীবলা
ঘ. সাক্ষ্য উপস্থিত
উত্তরঃ
 
3. কোনটি শুদ্ধ বানান?
ক. ঈন্দ্রীয়
খ. ঈন্দ্রিয়
গ. ইন্দ্রিয়
ঘ. ইন্দ্রীয়
উত্তরঃ
 
4. কোন বানানটি শুদ্ধ?
ক. উন্মিলন
খ. উন্মিলণ
গ. উন্মীলণ
ঘ. উন্মীলন
উত্তরঃ
 
5. কোন বানানটি শুদ্ধ?
ক. উতপাত
খ. উতপাৎ
গ. উৎপাৎ
ঘ. উৎপাত
উত্তরঃ
 

6. কোনটি শুদ্ধ বানান?
ক. উর্মি
খ. উর্মী
গ. ঊর্মি
ঘ. ঊর্মী
উত্তরঃ
 
7. কোন বানানটি শুদ্ধ?
ক. একান্নবর্তি
খ. একান্নবর্ত্তি
গ. একান্নবর্তী
ঘ. একান্নবর্ত্তী
উত্তরঃ
 
8. কোনটি শুদ্ধ বানান?
ক. ঐন্দ্রজালিক
খ. ইন্দ্রজালিক
গ. ঈন্দ্রজালিক
ঘ. ক ও খ দুটিই
উত্তরঃ
 
9. কোন বানানটি শুদ্ধ?
ক. কুজ্ঝটিকা
খ. কুজ্জটিকা
গ. কুজ্জ্ঝটিকা
ঘ. কুজ্ঝটীকা
উত্তরঃ
 
10. কোনটি শুদ্ধ বানান?
ক. গীতাঞ্জলী
খ. গিতাঞ্জলী
গ. গীতাঞ্জলি
ঘ. গিতাঞ্জলি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter