Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


সমাস
 
1. সমাস কত প্রকার?
ক. ৪ প্রকার
খ. ৮ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ১০ প্রকার
উত্তরঃ
 
2. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
ক. দ্বন্দ্ব
খ. কর্ধারয়
গ. তৎপুরুষ
ঘ. প্রাদি সমাস
উত্তরঃ
 
3. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিত্তিতে নিস্পন্ন হয় কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. তৎপুরুষ
উত্তরঃ
 
4. দ্বন্দ্ব সমাসে---
ক. পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
খ. পরপদের অর্থ প্রাধান্য পায়
গ. উভয়পদের অর্থের প্রাধান্য বজায় থাকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
5. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বুঝায়, তাকে কোন সমাস বলে?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তরঃ
 

6. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয় পদ
ঘ. অন্য পদ
উত্তরঃ
 
7. দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ
 
8. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ
 
9. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. অন্য পদ
ঘ. উভয় পদ
উত্তরঃ
 
10. অবয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ-
ক. পরিরর্তিত হয়
খ. প্রধান থাকে
গ. সংকুচিত হয়
ঘ. বৃদ্ধি ঘটে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter