Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


বাংলা ভাষা
 
41. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. মিশ্র
উত্তরঃ
 
42. বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট কোনটি?
ক. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ
 
43. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষণ ও ক্রিয়া
ঘ. বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ
 
44. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ. শব্দের কথা ও লেখ্য রূপে
ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ
 
45. ক্রিয়া,সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-
ক. চলিত ভাষারীতিতে
খ. সাধু ভাষারীতিতে
গ. সমাজ উপভাষায়
ঘ. আঞ্চলিক উপভাষায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter